পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি

  ১৯ অক্টোবর, ২০২৪

চট্টগ্রামের শহীদ ওয়াসিম আকরামের পরিবারের  সাথে সাক্ষাৎ করলেন ধর্ম উপদেষ্টা 

আজ শনিবার পেকুয়ায় শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করছেন ধর্ম উপদেষ্টা ড. আফম খালিদ হোসেন। ছবি : প্রতিদিনের সংবাদ

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিম আকরামের পরিবারের সাথে সাক্ষাৎ করলেন ধর্ম উপদেষ্টা ড.আফম খালিদ হোসেন।

আজ শনিবার দুপুর ২ টায় পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের বাজারপাড়া গ্রামে ধর্ম উপদেষ্টা খালিদ হোসেন শহীদ ওয়াসিম আকরামের পরিবারের সাথে সাক্ষাৎকালে সাংবাদিকদের বলেন, কেউ আইনের উর্ধ্বে নয়। হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় আনতে সরকার সক্রিয়ভাবে কাজ করছে। ইতিমধ্যে অনেকে গ্রেপ্তার হয়েছে। যারা পলাতক আছে তাদেরকেও দ্রুত গ্রেপ্তার করা হবে।

তিনি আরো বলেন, সরকার জুলাই বিপ্লব নামে একটি ফাউন্ডেশন করেছে। সেখান থেকে শহীদ এবং আহতদের সহায়তা করা হচ্ছে। ইতিমধ্যে শহীদ পরিবারকে ৩০ লাখ টাকা করে অনুদান দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আজ ধর্ম মন্ত্রণালয়ের সহযোগিতায় আস সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে ২ লাখ টাকা অনুদান প্রদান করা হয়েছে। পরে ধর্ম উপদেষ্টা আ.ফ.ম খালিদ হোসেন ওয়াসিম আকরামের কবর জিয়ারত করেন এবং তার রুহের মাগফেরাত কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন ধর্ম সচিব মু. আ. হামিদ জমাদ্দার, অতিরিক্ত সচিব (উন্নয়ন) আউয়াল হাওলাদার, উপদেষ্টার একান্ত সচিব ছাদেক আহমদ, পেকুয়া উপজেলা নির্বাহী অফিসার মঈনুল হোসেন চৌধুরী, পেকুয়া থানার ওসি সিরাজুল মোস্তফা, শহীদ ওয়াসিম আকরামের গর্বিত পিতা শফিউল আলম প্রমুখ।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ছাত্র আন্দোলন,চট্টগ্রাম,শহীদ ওয়াসিম আকরাম,কবর জিয়ারত,ধর্ম উপদেষ্টা
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close